Why there is no response to the Facebook ad?









  Is all the fault of Facebook alone?

 Why there is no response in the ad, why the ad account is being disabled or should be sued, I read such comments that day, really?

 Is it not our fault?

 We are not doing anything wrong.

 The number one fault of Facebook:

 Disable ad account

 Why Ad Accounts Are Disabling, Facebook Saying Policy Violation, We Say Where We Policy Violation, Facebook Disabling My Ad Account For No Reason, But Interestingly Most People Don't Know What Facebook Has Written In Their Ad Policy  I did not violate, then whose fault is it, mine or Facebook's.

 Do you know if the content of the ad is grammatically incorrect, the ad is rejected, do you know what is written in the Facebook personal health policy, do you know how to boost the brand's product is not rejected ??  And this. Do you know that if you add these without knowing these, your ad will be rejected, and one time the whole ad account will be canceled ??  Facebook has made many more such rules in their ad policy, and we are constantly breaking them without knowing it, so if our ad account is not disabled then who will.  After reading the rules of a small group 10 times, we start posting to that group for fear of being banned from the group ??  And after reading the rules of Facebook 10 times, I have read many times well.

 If you work in a place, will you work according to their rules or will they work according to their rules ??  It should be thought of first.

 Facebook's number two fault:

 Disabling personal profiles

 Here's the fault of Facebook too, my profile was disabled for no reason, now we are talking about "no reason" on the basis of what we are saying where 90 out of 100 people think I have not read the rules of Facebook account violation, Facebook says to use an account, what are we doing?  , Facebook says to use your picture in profile, everyone does it, Facebook says not to spam, do we really know what spamming is, what does Facebook consider as spamming ??  Then ??

 Did you know that if someone hides a comment in a place, it can affect your profile, you know that if you send a message to someone, if someone reports it, your account may be damaged, there are many other things  I keep doing it thinking it is normal, but they are actually outside the rules of Facebook, then it is Facebook's fault if I disable the Facebook account.

 Facebook's fault number three fault:

 There is no response to the ad, there is no sale, the message ad cuts the world's money.

 How will there be an ad response where 95 out of 100 merchants work with similar products, well, let's say they can auction off, how will there be an ad response when the quality of photography is not very good, what product is often not understood, or Google  Download the copyrighted image and upload it to the page.  If the response does not come then it is the fault of Facebook ??

 100 people in the same category of products, ads, target people will be the same as usual, so will Facebook now?  Will auction 6  The car ad will show earlier in the timeline, who will win the auction, who has good page quality, who has good image quality, who has good content, who doesn't write essays, who writes short content according to Facebook's suggestion and who has good budget and who gets better organic results in other posts besides boost.  So if you think about it, what do you think of the points I gave above?  Is the problem mine, yours or Facebook's?  Ad costs more, costs a lot of money per message, the fault of Facebook.

 Good thing Facebook's fault but do you know how Facebook spends money on every message?  If your ad has more rich or impressions, less message, then your message rate will be higher. Simply put, if your ad is viewed by 5000 people, 5 people will give 5 messages, naturally the cost of your message will increase, now the question is if 5 thousand people see your ad.  Yes, if the rest do not give a message, then what can Facebook do ??

 Facebook has nothing to do here, all you have to do is work on content development, when content, products, etc. will be good, when 5000 people see the ad, when 50 people give a message, you will see how much money you spend per message.  This example is not only for message ads but for almost all ads.


Bangla Translate

ফেসবুকের অ্যাডে কেন রেস্পন্স নাই ?

  সব দোষ কি একা ফেসবুকের একার?

 অ্যাডে কেন রেস্পন্স নাই, অ্যাড একাউন্ট কেন ডিজাবল হচ্ছে সেটার জন্য নাকি মামলাও করে দেয়া উচিত এরকম কমেন্ট পড়লাম সেদিন, আসলেই কি?

 আমাদের কি কোন দোষ নাই?

 আমরা কি ভুল করছি না কোন।

 ফেসবুকের এক নাম্বার দোষ:

 অ্যাড একাউন্ট ডিজাবল করে দেয়া

 অ্যাড একাউন্ট কেন ডিজাবল হচ্ছে, ফেসবুক বলছে পলিসি ভায়োলেশন, আমরা বলছি আমরা কই পলিসি ভায়োলেশন করলাম, ফেসবুক বিনা কারনে আমার অ্যাড একাউন্ট ডিজাবল করলো, কিন্তু মজার ব্যাপার হচ্ছে আমরা বেশির ভাগ মানুষই জানি না ফেসবুক তাদের অ্যাড পলিসিতে কি লিখেছে, না জেনেই বলছি আমরা কোন ভায়োলেশন করি নাই, এটা তাহলে কার দোষ, আমার নাকি ফেসবুকের।

 আপনি কি জানেন অ্যাডের কন্টেন্ট এ গ্রামারে ভুল হলে অ্যাড রিজেক্ট হয়, আপনি কি জানেন ফেসবুক পারসোনাল হেলথ পলিসিতে কি লেখা আছে, আপনি কি জানেন ব্রান্ডের প্রডাক্ট কিভাবে বুস্ট করলে রিজেক্ট হয় না?? আর এটা।কি জানেন যে এগুলা না জেনে অ্যাড দিলে আপনার অ্যাড রিজেক্ট হবে, এবং এক।সময় গিয়ে পুরা অ্যাড একাউন্ট ই বাতিল হয়ে যাবে?? এরকম আরো বহু রুলস ফেসবুক করে রেখেছে তাদের অ্যাড পলিসিতে, আর আমরা না জেনেই সেগুলা প্রতিনিয়ত ভাংছি, তাহলে আমাদের অ্যাড একাউন্ট ডিজাবল হবে না তো কাদেরটা হবে। একটা ছোট গ্রুপের রুলস ১০ বার পড়ার পর আমরা সেই গ্রুপে পোস্ট দেয়া শুরু করি এই ভয়ে যে যদি গ্রুপ থেকে ব্যান করে দেয়?? আর ফেসবুকের নিয়ম ১০ বার পড়া তো অনেক দূর ১ বার কয়জন ভালো করে পড়েছি।

 আপনি একটা জায়গাতে কাজ করলে আপনার নিয়ম অনুজায়ি কাজ করবেন নাকি তাদের নিয়ম অনুজায়ি কাজ করবেন?? এটা আগে চিন্তা করা উচিত।

 ফেসবুকের দুই নাম্বার দোষ:

 পারসোনাল প্রোফাইল ডিজাবল করে দেয়া

 এখানেও ফেসবুকের দোষ, আমার প্রোফাইল বিনা কারনে ডিজাবল করে দিলো, এখন কথা হচ্ছে "বিনা কারনে" আমরা কিসের ভিত্তিতে বলছি যেখানে ১০০ জনের মধ্যে আমার ধারনা ৯০ জনই ফেসবুকের একাউন্ট ভায়োলেশনের নিয়ম পড়ি পর্যন্ত না, ফেসবুক বলছে একটা একাউন্ট ব্যাবহার করতে, আমরা কি করছি সেটা , ফেসবুক বলছে প্রোফাইলে নিজের ছবি ব্যবহার করতে, সবাই কি করে সেটা, ফেসবুক বলছে স্প্যামিং না করতে, আমরা কি আসলেই জানি স্প্যামিং কি জিনিস, ফেসবুক কোন ব্যাপারগুলাকে স্প্যামিং হিসেবে ধরে?? তাহলে??

 আপনি কি জানেন আপনি কোন একটা জায়গায় কমেন্ট করলেন সেই কমেন্ট কেউ হাইড করে দিলে সেটা আপনার প্রোফাইলের উপর প্রভাব পড়তে পারে, আপনি কি জানেন আপনি কাউকে ম্যাসেজ সেন্ড করলে কেউ যদি সেটা রিপোর্ট করে তাহলে আপনার একাউন্ট ক্ষতিগ্রস্ত হতে পারে, এরকম আরো বহু ব্যাপার আছে যেগুলা আমরা একদম নরমাল মনে করে প্রতিনিয়ত করে যাচ্ছি, কিন্তু সেগুলা আসলে ফেসবুকের নিয়মের বাইরে, এরপর ফেসবুক একাউন্ট ডিজাবল করে দিলে ফেসবুকের দোষ।

 ফেসবুকের দোষ তিন নাম্বার দোষ:

 অ্যাডে রেস্পন্স নাই, সেল নাই, ম্যাসেজ অ্যাডে দুনিয়ার টাকা কাটে।

 অ্যাডে রেস্পন্স কিভাবে থাকবে যেখানে ১০০ জন ব্যবসায়ী এর মধ্যে ৯৫ জন একই ধরনের প্রোডাক্ট নিয়ে কাজ করে, আচ্ছা করুক, ধরে নিলাম করতেই পারে, অ্যাডে কিভাবে রেস্পন্স আসবে যখন ফোটগ্রাফির মান একদমই ভালো থাকে না, কি প্রোডাক্ট অনেক সময় বুজাই যায় না, না হলে গুগুল থেকে।কপিরাইট ছবি ডাউনলোড করে পেজে আপলোড করা। এরপর যদি রেস্পন্স না আসে সেটা ফেসবুকের দোষ??

 ১০০ জন মানুষের একই ক্যাটাগরি প্রোডাক্টে, অ্যাড, টার্গেট পিপলও স্বাভাবিক ভাবেই একই রকম হবে, তাহলে এখন ফেসবুক করবে? নিলাম করবে৷ কার অ্যাড সে টাইমলাইমে আগে দেখাবে, নিলামে কারা জিতবে যাদের পেজের মান ভালো, যাদের ছবির মান ভালো, কন্টেন্ট ভালো, রচনা না লিখে যারা ফেসবুকের সাজেশন অনুযায়ী ছোট কন্টেন্ট লিখে এবং যাদের বাজেট ভালো এবং যারা বুস্ট ছাড়াও অন্য পোস্টে অরগানিক ভাবে ভালো ফলাফল পায়। তাহলে আপনি ই চিন্তা করে দেখুন তো উপরে যে পয়েন্টগুলা দিলাম সেগুলা পড়ে কি মনে হচ্ছে? সমস্যা কি আমার, আপনার নাকি ফেসবুকের। অ্যাডে খরচ বেশি, প্রতি ম্যাসেজে অনেক টাকা কাটে, ফেসবুকের দোষ।

 ভালো কথা ফেসবুকের দোষ কিন্তু জানেন কি প্রতি ম্যাসেজে কিভাবে টাকা কাটে ফেসবুক? আপনার অ্যাডে যদি রিচ অথবা ইমপ্রেশনস বেশি হয় ম্যাসেজ কম তাহলে আপনার ম্যাসেজ রেট বেশি হবে, সহজ করে বলি আপনার অ্যাড দেখলো ৫০০০ মানুষ ম্যাসেজ দিলো ৫ জন, স্বাভাবিক ভাবেই আপনার ম্যাসেজের খরচ বাড়বে, এখন প্রশ্ন হচ্ছে আপনার অ্যাড ৫০০০ হাজার মানুষ দেখে যদি ৫ জন ম্যাসেজ দেয়, বাকিরা যদি ম্যাসেজ না দেয় তাহলে ফেসবুক কি করতে পারে??

 ফেসবুকের এখানে কিছুই করার নাই, যা করার আপনাকেই করতে হবে, কন্টেন্ট ডেভেলপমেন্ট নিয়ে কাজ করতে হবে, কন্টেন্ট, প্রোডাক্ট ইত্যাদি যখন ভালো হবে তখন ৫০০০ মানুষ আ্যাড দেখলে যখন ৫০ জন ম্যাসেজ দিবে তখন দেখবেন আপনার প্রতি ম্যাসেজে কত টাকা কাটে। এই উদাহারন শুধু ম্যাসেজ অ্যাডের ক্ষেত্রে না মোটামুটি সব অ্যাডের ক্ষেত্রেই।

Post a Comment

Human Verification

নবীনতর পূর্বতন