আসসালামু আলাইকুম
আশাকরি সবাই ভালো আছেন
ইউটিউবে যারা ইনকাম করতে পারছেন না তাদের জন্য আজকের পোস্ট টি।
তো চলুন শুরু করা যাক,
আমরা অনেকদিন যাবত ইউটিউবে কাজ করি কিন্তু ইউটিউবের মনিটাইজেশন পাচ্ছি না, আমরা ইউটিউবে অনেক ভিডিও দেখি ইউটিউবে ভিডিও আপলোড করে টাকা ইনকাম করুন, ঠিক আছে সেই ভিডিওগুলো আমরা দেখি আবার ঠিক সেম সিস্টেমে আমরা কাজ করে ফেলি, আমরা অনেক ভিডিও আপলোড করি, আবার আমরা 1000 সাবস্ক্রাইবার রো গেইন করি, কিন্তু দিন শেষে আমরা ওয়াস টাইম কাউন্ট করতে পারিনা, আবার দেখা যায় অনেকের ভিডিও ইউটিউব থেকে কপি করে সেই ভিডিও টা আমরা আবার আমাদের নিজেদের চ্যালেনে আপলোড করি সে ক্ষেত্রে দেখা যায় আমরা কপিরাইট স্ট্রাইক খেয়ে থাকি, দিনশেষে আমাদের মূল্যবান সময়টা নষ্ট করে ফেলি,আজ আমরা কথা বলব ইউটিউব এর অল্টারনেটিভ একটি সাইট নিয়ে,
সাইটার নামঃ Rumble. Com
প্রথমে আসি রাম বেল সাইট টা কি?
রামদেব সাইট ইউটিউব এর অল্টারনেটিভ একটি সাইট যেটা ঠিক ইউটিউব এর মতই, ঠিক ইউটিউব এ আমরা যেভাবে ভিডিও আপলোড করে টাকা ইনকাম করতে পারি ঠিক সেইভাবেই রামবেল সাইটও আমরা ভিডিও আপলোড করে টাকা ইনকাম করতে পারব,
এখন আসি রাম্বল সাইটে আমরা কি কি সুবিধা পাব?
১। 1000 সাবস্ক্রাইবার কোন দরকার নেই,
২। 4000 ঘন্টা ওয়াচ টাইম এর কোন দরকার নাই,
৩। কফি পেস্ট ভিডিও আপলোড করলেও কোন সমস্যা নেই,
৪। পিন ভেরিফিকেশন এর কোন সমস্যা নেই বা জামেলা নেই,
৫। 10000 ভিউস য়ে 10 ডলার ইনকাম বা তার চেয়ে বেশি করা সম্ভব!
৬। আটো এসিও হবে, আটো ভাইরাল হবে।
এখানে অনেক পরিমানে ইনকাম করা সম্ভব। আপনি যত ভিডিও আপলোড করবেন তত ইনকাম এবং ইনকামটা সারাজীবন আসবে।
এক কথাই খুবই ভালো একটা সাইট এবং ইনকামটাও বেশি, তো দেরি না করে এখনি সাইটে একাউন্ট খুলে আপনারা কাজ শুরু করে দিতে পারেন। একটা কথা সব সময় মনে রাখবেন অনলাইনে তারাই সফল যারা কিনা ঘুমিয়ে ঘুমিয়ে ভাবে না আগে শুরু করে দেয় এবং সেটা নিয়ে রিসার্চ করে যে কি ভাবে এটা আরো ভালো পর্যায় নিয়ে নেয়া যায়, তো বুঝতেই পারলেন কি করা প্রয়োজন আপনাদের।
বোনাসঃ টিপ্স
প্রথমে আমাদের মাথায় আসতে পারে যে কোন নিস বা কোন রিলেটেড ভিডিও আপলোড করবো বা খুব তারাতারি সফলতা পাব তাদের জন্য এই টিপ্সটা
রামবেল সাইটে যেহেতু বিদেশি ভিজিটর বেশি সে জন্য আমরা বেদেশি বা দেশের বাইরে যারা থাকে যাদের কনটেন্ট ইংলিশ তাদের ভিডিও আমরা আপলোড করবো,
ভিডিও সোর্সঃ
১। ইউটুব
২। ইনস্টাগ্রাম
৩। ফেসবুক
এখান থেকে ভিডিও কালেক্ট করে রামবেলে আপলোড দিবেন,
আসা করি পোস্ট টি ভালো লেগেছে।
খোদা হাফেজ!
wow ����
উত্তরমুছুনএকটি মন্তব্য পোস্ট করুন
Human Verification