আসসালামু আলাইকুম 
আসা করি সবাই ভালো আছেন। 

itall24.com


আজকের পোস্ট টি হচ্ছে ফাইল মার্কেটিং। 

এর আগের পর্বে দেখেছি কিভাবে আমরা ফাইল শেয়ার করতে পারি এবং তার সাথে চিনেছি কোন কোন সাইট আমাদের ফাইল শেয়ার এর মাধ্যমে টাকা দিয়ে থাকে। 

আমাদের ইতি পর্বে একাউন্ট খোলা থেকে শুরু করে ফাইল আপলোড করা শেষ। 

এখন আমাদের মার্কেটিং জানলেই মটা মুটি টাকা ইনকাম এর ধাপে এগাতে পারবো। 

আগে থেকেই আমাদের ওয়েবসাইটে মার্কেটিং এর একটা পোস্ট আছে আপনারা চাইলে সেটাও দেখতে পারেন। 

তবে সেটা হচ্ছে টেলিগ্রাম মার্কেটিং 

তো আজকে আমরা দেখব টুইটার মার্কেটিং। টুইটার যদি না চিনে থাকেন তাহলে তাদের উদেশ্য করে বলছি, টুইটার একটা সোশাল মিডিয়া, আমরা যেমন ফেসবুক ব্যবহার করি ঠিকই তেমনি টুইটার ও পোস্ট করতে পারবো শেয়ার এর জায়গায় রিটুইট করতে পারবো মানে এক কথায় আমরা ফেসবুক ব্যবহার জানলে টুইটার ও ব্যবহার করতে পারবো। 

 
এখন কথা হচ্ছে মার্কেটিং করার জন্য আমাদের যা যা প্রয়োজন 


১। টুইটার একাউন্ট।

পাঁচটি টুইটার একাউন্ট খুলে নিব। 


২।  একাউন্ট খোলার সময় অবশ্যই নামটা সিলেক্ট করবো, অর্থাৎ যে নিশ নিয়ে কাজ করবো তেমন হতে হবে। 

যেমনঃ 1, Daily Movies 2, Funny clips, 3, Apps Store 


এখন আপনার যেমন নিশ তেমন নাম সিলেক্ট করতে হবে,  আসা করি বুঝতে পেরেছেন। 


৩। যে নিশ সিলেক্ট করেছেন সেই অনুযায়ী ছবি আপলোড করবেন। 


৪। তারপর যেভাবে ফাইল আপলোড করে লিংক বের করতে হয় সেইভাবে লিংক বের করবেন। 


৫। তারপর আপনার টুইটার একাউন্ট এ চলে যাবেন নিজের টাইম লাইনে পোস্ট করবেন এবং হ্যাসট্যাগ ব্যবহার করবেন 


৬। এরপর  ডান পাশে টপ ট্রেন্ড আছে ওখানে পতিটা হ্যাসট্যাগে দেখবেন অনেক মানুষ পোস্ট করেছেন আপনি তাদের কমেন্টে এবং লাইকে ডুকে প্রতি ঘন্টায় ৩০ করে ফলো করবেন, এতে করে আপনাকেও ফলো ব্যাগ করবে এভাবে যখন আপনার ১০০০ জন ফলোয়ার হয়ে যাবে তখন পাঁচ আইডিতে ৫০০০ হাজার ফলোয়ার হয়ে হবে প্রতি দিন ৫ ডলার এর বেশি ইনকাম হতে থাকবে। তাই আগে ফোকাস দিন হচ্ছে আপনার আইডি গুলো কিভাবে গ্রো করা যায়, আরো আইডিয়া নিতে ইউটুব এ ফলো করতে পারেন আর বেশি বেশি কাজ করেন। 


৭। এখন একটি চমৎকার একটি টিপস দেই

অনেকেই অনেক বড় ফাইল নিয়ে কাজ করবে,  এখন যদি ফাইল আপলোড করতেই সারাদিন চলে যায় তাহলে তো হবে না, 

এখন আপনি মুভি নিয়ে কাজ করেন মুভি টা হচ্ছে ২ জিবি,  এখন আপনি কি করবেন আপনিও তো কোন না কোন জায়গা থেকে ডাউনলোড দিয়েছেন তাই না তো আপনি ডাউনলোড দিবেন না আপনি ওই লিংকটা কফি করবেন। 


কম্পিউটার যাদের আছে তারা হচ্ছে নোট প্যাড ওপেন করবেন এবং লিংক পেস্ট করে ফাইল আপলোড সাইটে আপলোড করবেন।


এরপর মোবাইল যাদের তারা হচ্ছে মুভি লিংকটা কফি করবেন তারপর bitt.ly তে চলে যাবেন লিংকটা সর্ট করবেন তারপর যেকোনো এক জায়গায় পেস্ট করবেন তারপর ওই লিংটা স্ক্যানসর্ট দিবেন,  এবং ওই ছবিটা ফাইল আপলোড সাইটে আপলোড করবেন। 

এরপর ওখান থেকে যে লিংকটি পেয়েছেন ওটা মার্কেটিং করবেন।


 

৮। অবশ্যই আমাদের সততা থাকতে হবে এখন আপনার উদেশ্য হলো কেউ ফাইল ডাউনলোড করলো আর আপনি টাকা পেলেন, আর লোভে পরে মিথ্যা কথা বলে ডাউনলোড করাইলেন তাহলে হবে না,  

বললেন এখানে ময়দা আছে কিন্তু দিলেন 

বালি তাহলে আপনার কাছে একবার ই আসবে এর পরের বার কিন্তু আসছে না তাই আমাদের সবার সততা থাকতে হবে।  

আসা করি বুঝাতে পেরেছি 

First Part  Link

খোদা হাফেজ! 


Post a Comment

Human Verification

নবীনতর পূর্বতন