সাহাবীগণ পুনরায় বলেন আমরা আপনাকে এ সম্পর্ক প্রশ্ন করিনি। জবাবে তিনি বলেন তোমারে কি আমাদের আরবের বংশ সম্পর্কে জিজ্ঞাসা করেছো ? তারা বললেন হ্যাঁ। জবাবে তিনি বললেন, তোমাদের মধ্যে যারা জাহিলি যুগে সম্মানিত তারা ইসলামী যুগেও সম্মানিত যদি তারা দ্বীনি জ্ঞান অর্জন করে
[ ইমাম বুখারী ও মুসলিম (র) হাদীস বর্ণনা করেছেন ]
হাদিস নম্বর ঃ (৪৬৭৪/২৫৪)
হযরত আবদুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তা'আলা আনহু হতে বর্ণিত । তিনি বলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন যে সম্মানিত ব্যক্তি হলেন সম্মানিত ব্যক্তির পুত্র, সম্মানিত ব্যক্তির পৌত্র এবং সম্মানিত ব্যক্তি প্র-পৌএ। তিনি হলেন হযরত ইউসুফ আলাইহি ওয়াসাল্লাম ইবনে ইয়াকুব আলাইহিস সালাম ইবনে ইসহাক আলাইহি ওয়াসাল্লাম ইবনে ইব্রাহিম আলাইহি ওয়াসাল্লাম
[ইমাম বুখারী রহমতুল্লাহি আলাইহি ওয়াসাল্লাম হাদীসটি বর্ণনা করেছেন]
হাদিস নম্বর : (৪৬৭৫/২৫৫)
একটি মন্তব্য পোস্ট করুন
Human Verification