হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তা'আলা আনহু থেকে বর্ণিত,  তিনি বলেন।  একদা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কে জিজ্ঞেস করা হলো যে, কোন লোক সবচেয়ে সম্মানিত?  তিনি বলেন আল্লাহর নিকট সবচেয়ে সম্মানিত ব্যক্তি, যে সর্বাধিক আল্লাহভীরু। সাহাবীগণ বলেন আমরা এই দৃষ্টিকোণ থেকে আপনাকে জিজ্ঞাসা করিনি। তিনি বলেন, সকল মানুষের মধ্যে সর্বাধিক সম্মানিত হলেন হযরত ইউসুফ আলাইহি ওয়াসাল্লাম।  যিনি আল্লাহর নবী এবং আল্লাহর নবীর পুত্র,  আল্লাহর নবীর পৌত্র এবং  আল্লাহর বন্ধু হযরত ইব্রাহিম এর পৌ-পুত্র। 















সাহাবীগণ পুনরায় বলেন আমরা আপনাকে এ সম্পর্ক প্রশ্ন করিনি। জবাবে তিনি বলেন তোমারে কি আমাদের আরবের বংশ সম্পর্কে জিজ্ঞাসা করেছো ? তারা বললেন হ্যাঁ।  জবাবে তিনি বললেন, তোমাদের মধ্যে যারা জাহিলি যুগে সম্মানিত তারা ইসলামী যুগেও সম্মানিত যদি তারা দ্বীনি জ্ঞান অর্জন করে 

[ ইমাম বুখারী ও মুসলিম (র) হাদীস বর্ণনা করেছেন ]

হাদিস নম্বর ঃ (৪৬৭৪/২৫৪)


হযরত আবদুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তা'আলা আনহু হতে বর্ণিত । তিনি বলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন যে সম্মানিত ব্যক্তি হলেন সম্মানিত ব্যক্তির পুত্র, সম্মানিত ব্যক্তির পৌত্র এবং সম্মানিত ব্যক্তি প্র-পৌএ।  তিনি হলেন হযরত ইউসুফ আলাইহি ওয়াসাল্লাম ইবনে ইয়াকুব আলাইহিস সালাম ইবনে ইসহাক আলাইহি ওয়াসাল্লাম ইবনে ইব্রাহিম আলাইহি ওয়াসাল্লাম

[ইমাম বুখারী রহমতুল্লাহি আলাইহি ওয়াসাল্লাম হাদীসটি বর্ণনা করেছেন]

হাদিস নম্বর : (৪৬৭৫/২৫৫)


Post a Comment

Human Verification

নবীনতর পূর্বতন