আসসালামু আলাইকুম,


আাসা করি সবাই ভালোই আছি। 








আমরা গত পর্বে দেখেছি কিভাবে টেলিগ্রাম একাউন্ট খুলতে হয়, 

আজ আমরা শিখব, কিভাবে টেলিগ্রাম চ্যানেল খুলতে হয়, এবং সাবস্ক্রাইবার নিতে হয় যত খুশি ততই নিতে পারবেন। 


আমাদের অনেকর মনেই প্রশ্ন আসতে পারে আচ্ছা চ্যানেল খুলবো বুঝলাম কিন্তু নামটা দিব কী?


এখন বলি যেহেতু আমরা Url Shortener নিয়ে কাজ করবো আবশ্যই আমাদের এমন কোন নিস নিয়ে কাজ করতে হবে যেটা ১০০% দরকার বা লাগবেই, 




এখন আবার আনেকেই বলবে নিস টা আবার কী?


নিস হচ্ছে কোন টপিক কে বোঝায় এই


 যেমনঃ মুভি, নিউজ, গান, নাটক, আরো

অনেক কিছুই আছে। 


এখন আমরা কোনটা নিয়ে কাজ করলে তারা তারি সারা পাব বা ইনকাম হবে?


আমরা অব্শ্যই মুভি নিয়ে কাজ করবো 

আমরা নিজেরাই নতুন মুভি খোঁজার জন্য

Youtube Google তোলপার করে ফেলি 

ঠিক সেই তোলপার তাই কাজে লাগিয়ে আমরা টাকা ইনকাম করবো,


আমরা এখন বুঝতে পেরেছি টেলিগ্রাম চ্যানেলের নামটা কি রিলেটেড হতে হবে 

যেমনঃ 

1 : All Links Movi 

2: Hindi Movi Links 

2: ETC Movi Links 


মার্ক করা ওখানে টাস করুন

New Channel এ টাস করুন 



ওপরে চ্যানেল এর  নাম দিন। আর নিচে ডেসক্রিপশন দিন, দিয়ে ওপরে লাল মার্ক করা ওখানে টাস করুন  


Public link ওখানে নাম দিন যেটা Available থাকবে তার পর লাল মার্ক করা ওখানে টাস করুন। 


এর পর একজন বান্দাকে এড করতে বলবে ওপরে দেখানো অনুযায়ী সিলেক্ট করবেন। 

তারপর এমন দেখতে পারবেন আপনার চ্যানেল 
এখন নিজের ইচ্ছা মত ফোটো সেট করে নিবেন। 



উপরের স্ক্যানসট গুলো দেখে আশা করি আমরা টেলিগ্রাম চ্যানেল খুলতে পারবো। 


এখন কথা হচ্ছে কিভাবে সাবস্ক্রাইব বাড়াবো? 


এর জন্য আমাদের যেতে হবে গুগোলে 




তারপর নিচে অনেক গুলো টেলিগ্রাম গুরুপ আছে গুরুপ  গুলোতে আগে জয়েন হতে হবে!



তারপর স্ক্যানসটে যেভাবে দেখানো আছে সেই ভাবে এড কনটাক করবেন, আমি অল্প দেখাইছি আপনার অনেক গুরুপয়ে জয়েন হবেন এবং আনলিমেডেট এড কনটাক করবেন, মনে রাখবেন যত টাফিক তত ইনকাম, 


লাল মার্ক করা এখানে টাস্ করুন 


তারপর এরকম আসবে,  যেকোন একজনের উপর টাস্ করুন।



তারপর এ রকম আসবে,  তারপর লাল মার্ক করা ওখানে টাস্ করুন। 

করলে এমন আসবে তখন Add Contact এ টাস্ করুন। 


এখন Done করুন। 

এভাবে যত ইচ্ছা এড করুন।।





এখন যাদের এড কনটাক করলেন তাদেরকে সাবস্ক্রাইবে রুপান্তর করার জন্য নিচের স্ক্যানসট দেখে নিন। 


Logo এর ওপরে টাস করুন।


তারপর Subscribe আছে ওখানে টাস করুন।

তারপর Add Subscribe আছে ওখানে টাস করুন। 

তারপর যাদের কে Add Contact করেছেন তাদের সকলকে সিলেক্ট করুন। তারপর লাল যে গোল মার্ক করা আছে সেখানে টাস করুন। 
এরপর যাদের সিলেক্ট করেছিলেন সবাই সাবস্ক্রাইব এ পরিবর্তন হবে!!  



আসা করি আমরা সবাই ভালোবাবে বুঝতে পেরেছি, আপনারা বেশি বেশি গুরুপে জয়েন হন এবং উপরে দেখানো অনুযায়ী এড কনটাক করে সাবস্ক্রাইব বাড়াবেন এতে করে বেশি বেশি ইনকাম হবে৷ 



আজ এতটুকই খোদা হাফেজ!! 













Post a Comment

Human Verification

নবীনতর পূর্বতন