আসসালামু আলাইকুম 

 আশা করি সবাই ভাল আছেন 








   গত পর্বে আমরা দেখেছি কিভাবে টেলিগ্রাম একাউন্ট খুলতে হয় 

 এবং দেখেছি কিভাবে টেলিগ্রাম চ্যানেল খুলতে হয় 


 তার সাথে দেখেছি কিভাবে টেলিগ্রাম চ্যালেনে মেম্বার এড করতে হয়.


 তো আজকে আমরা দেখবো 

 টেলিগ্রাম চ্যানেল এর মাধ্যমে কিভাবে আমরা ইনকাম করতে পারি.


 আমরা সকলেই জানি যে 

 মুভি নিস নিয়ে কাজ করছি.


 আমাদের সবার প্রথমে জানতে হবে বর্তমান সময়ে কোন মুভি ট্রেন্ডিং 

 এবং সেই মুভি নিয়ে আমরা কাজ করব. প্রতিনিয়ত নতুন নতুন মুভি বের হচ্ছে .

 আমরা যদি গুগলে সার্চ করি.

 বা ইউটিউবে সার্চ করি .

   আমরা অনেক মুভি পেয়ে যাব এবং তার লিংক আমরা পেয়ে যাব.


 মুলত আমাদের লিংকটাই মার্কেটিং করতে হবে.


 এখন আমাদের প্রশ্ন আসতে পারে আমরা কিভাবে লিংক থেকে মার্কেটিং করবো?


আমরা লিংকটাতে শর্ট করার মাধ্যমে আমরা ইনকাম করব।


তো চলুন দেখা যাক কোন কোন সাইট আমাদের লিংক সর্ট করার মাধ্যমে টাকা দিবে, 


Za.gl



এই সাইটা আমাদের লিংক সর্ট করার মাধ্যমে টাকা দিবে। 

এরা ১০০% পেইমেন্ট করে। 


তো সবার প্রথমে আমাদের রেজিষ্ট্রেশন করতে হবে, 

আসা করি আমরা সবাই রেজিষ্ট্রেশন করে নিতে পারবো। 

তারপর আমরা যে মুভি লিংক টা কফি করলাম সেই লিংক টা za gl এসে সর্ট করবো, 

এবং za gl থেকে যে লিংক টা সর্ট করলাম ওইটা আমাদের টেলিগ্রাম চ্যালেনে পোস্ট করব।  

আমাদের হেড লাইনটা এমন হবে। 


যেমনঃ


 100% love মুভি ফুল HD ডাউনলোড করতে নিচে দেয়া লিংকে প্রবেশ করুন

👇

Exp: za gl/h748bbdh 



এইভাবে পোস্ট করতে পারেন.


এখন আসি কত ভিজটর এ কতো টাকা 

যেহেতু আমরা বাংলাদেশ নিয়ে কাজ করবো তাই বাংলাদেশের জন্য 


১০০০ ভিউ এ ৪ ডলার  


তাহলে আপনার টেলিগ্রামে চ্যালেনে ৫০০০ মেম্বার আছে 


তার মধ্যে থেকে ১০০০ জন কিলিক করলো

তাহলে আপনি কিন্তু পেয়ে গেলেন ৪ ডলার 


১০ টা মুভি লিংক যদি সর্ট করে পোস্ট করেন, আর যদি ১০০০ জন করেই দেখে ৪০ ডলার,,  

তো খারপ কোথায় ভালো টাকা ইনকাম করতে পারবেন,  



নোটঃ নিজের সর্ট করা লিংকে নিজে কিলিক করবেন না তাহলে ব্যান খবেন,  


এখন আসি ভাইয়া সব তো দিলেন কিন্ত টিপস তো দিলেন না,,,  


৪০ ডলার যদি প্রতিদিন ইনকাম করেন তার পর ও টিপস লাগবে হাহাহা,, 

মজা করছিলাম ওকে, 


বোনাস টিপসঃ এই ধরনের আরো অনেক সাইট আছে লিংক সর্ট করে ইনকাম করার সেই সাইট গুলোতেও রেজিষ্ট্রেশন করে, সেম ভাবে টেলিগ্রামে পোস্ট করবেন এতে করে যা আসবে তাই লাভ, 


এই সিরিজটা আজ শেষ হল।

পরবর্তী

আরো ভালো কিছু পাবেন আসা করি।

শেয়ার করতে পারেন আপনার বন্ধুদের।

খোদা হাফেজ 



Post a Comment

Human Verification

নবীনতর পূর্বতন