আসসালামু আলাইকুম 

আশা করি সবাই ভাল আছেন 









আমরা যারা ছবি তুলতে ভালবাসি 

তাদের জন্য আজকের পোস্টটি। 


আমরা যারা অনেক সুন্দর সুন্দর ছবি তুলি

তারা চাইলেই সেই ছবিটা বিক্রি করে অনলাইন থেকে ইনকাম করতে পারি। 


অনলাইনে ছবি বিক্রি করার জন্য 

অনেকগুলো সাইট রয়েছে 

তার মধ্যে আমি আপনাদের 

5 টি সাইট রিভিউ করে দেখাবো।


গুগলে অথবা ইউটিউবে যদি আমরা সার্চ দেই তাহলে আমরা অনেক সাইট পেয়ে যাব।

তার পরেও আমরা যে সাইট গুলো রিভিউ করব তার বাইরেও আরো অনেকগুলো সাইট আছে আপনারা চাইলে ইউটিউব অথবা গুগলে সার্চ করে দেখে নিতে পারেন। 


আর একটা কথা না বললেই নয়, আপনারা এই পোস্টটি দেখলে ইনকাম করতে পারবেন বা পুরোপুরি গাইডলাইন পাবেন এমনটা নয়।


হা তবে এখান থেকে আপনারা একটা পুরোপুরি আইডিয়া পাবেন, তার ওপর বেস করে রিসার্চ করে আপনারা কাজে নামতে পারেন।


আমরা চাইলে ডিএসএলআর ক্যামেরা দিয়ে ছবি তুলতে পারি,

আবার আমাদের হাতে যে স্মার্টফোন টা আছে সেটা দেও ছবি তুলতে পারি।

তো চলুন দেখে নেওয়া যাক পাঁচটি বিশ্বাস গত সাইট যেগুলো 100% পেমেন্ট করে 


1)

Shutterstok





2)

Alamy





3)

Fotomoto




4)

Crestok




5)

Etsy






এই ৫টি সাইটের ওপর আপনার রিসার্চ করতে পারেন, এবং কাজ শুরু করে দিতে পারেন।  


দেখা হবে নতুন কোন পোস্টটে 


খোদা হাফেজ! ☺️


Post a Comment

Human Verification

নবীনতর পূর্বতন