আসসালামু আলাইকুম 
আসা করি সবাই ভালো আছেন। 

itall24.com


ভালোবাসার গল্প পর্ব ১


সত্যি একটি ইতিহাস তুলে ধরা হয়েছে 

আসা করি সবার ভালো লাগবে। 

 

প্রথম ছেলে ও মেয়েটার কিছু কথা বলা যাক। ছেলেটার নামঃ মোঃ হিরন শেখ, এবল মেয়েটার নামঃ মোছাঃ কনা  ছেলেটার বাসার পাশেই ছিল মেয়েটার বাসা অর্থাৎ কিছু টা দুরে তাদের মাঝে ভালোই মহাব্বাদ ছিল এবং তাদের সম্পর্কে বয়স ছিল ৩ বছর তো এখন কথা হবে ২বছর পরে থেকে। 

তো চলুন শুরু করা যাক তাদের মধ্যে কি এমন হয়ে ছিল আজ তারা কেন নিজেদের মত। 


হিরনঃ একদিন হিরন কনার বাসাই যায় সেদিন ছিল কনার জন্মদিন। তো কনা কে ফোন করে আর হিরন বলে শুভ জম্মদিন কনা 


কনাঃ ধন্যবাধ হিরন,  লাভ ইউ সো মাশ্। 

আচ্ছা হিরন শোন আজ কিন্ত আমরা কেক কাটবো আর তুমি আমার বাসাই আসবা ঠিক আছে। 


হিরনঃ  বাসাই আসবো তারপর ও রাতে কেন তোমার বাবা মা এরা কোথায় গেছে? 


কনাঃ আরে বাবা মা কোথায় গেছে জানো না,  বাবা যেখানে চাকরি করে সেই খানে থাকবে আর পরশু দিন আসবে। 


হিরনঃ ও আচ্ছা ঠিক আছে, তাহলে তোমার বাসাই কে কে আছে এখন? 


কনাঃ আমি আমার ছোট্ট বোন আর আমার মামাতো ২ টা বোন ওরা আমার জন্মদিন পালন করবে তুমি কিন্তু কেক টা নিয়া ঠিক রাত ১০ টায় চলে আসবা ঠিক আছে? 


হিরনঃ ওকে। 


তারপর হিরন কনার জন্য কেক কিনে রেখে দেয় আর ঠিক রাত ১০টার সময় কেক নিয়ে কনার বাসায় যায় এবং আস্তে আস্তে জানালায় টুকা দেয় তখন জানালা খুলে দেখে হিরন এসেছে তারপর দরজা খুলে হিরন কে রুমে ডোকায় তারপর। 


কনাঃ ওই তোমার কি ভয় করছে? 


হিরনঃ হুম খুব ভয় করছে? 


কনাঃ আচ্ছা তোমার সব ভয় আমি জয় করে দিচ্ছি ওই তোরা অন্য রুমে যা। 


কনার বোনরাঃ ওকে আপু বুঝছি গেলাম। 


কনাঃ দেখছ হিরন কি পাকনা ওরা।  


হিরনঃ এই তুমি ওদের যেতে বল্লে কেন আমর কিন্তু লজ্জা লাগছে। 


এই বলে হিরন সবাই কে ডেকে আনলো আর সাউন্ড বক্স চালু করলো তার পর কেক কাটলো,  অনেক নাচা নাচি করল এর পর তার ২টা বেজে গেল, 


হিরনঃ আচ্ছা যাই তাহলে এবার, 


কনাঃ যাবা? না আর ১ ঘন্টা থাকো।


এই বলে দুজন এক সাথে শুয়ে পরলো ১ ঘন্টায় এক্সিডেনলি অনেক কিছু হয়ে তারপর হিরন ঠিক রাত ৩ টায় বাসাই চলে এল 

তাদের ওইসব প্রথম হয়েছিল তাই তারা অনেক নারবাজ ছিল হিরন ধীর ধীরে কনা কে এগনোর করা শুরু করলো তার ১ সপ্তাহ পর থেকে। আর কনা বেশিবেশি আকর্ষীত হতে থাকলো। 

আজ এখানেই শেষ করছি বাকি পর্ব তে দেখতে পাবেন ১ সপ্তাহ পর ঠিক কি হয়েছিল।

Post a Comment

Human Verification

নবীনতর পূর্বতন