আখিরাতের পরিচয়

itall24.com


আখিরাত

'আখিরাত' অর্থ মৃত্যুর পরবর্তী জীবন  |

শরিয়াতের পরিভাষায় "মৃত্যুর পর থেকে অন্তকাল যে জীবন চলতে থাকবে তাকে আখিরাত বলে |

কবর, হাশর, হিসাব, পুলসিরাত এবং জান্নাত - জাহান্নাম সবকিছুই এর অন্তর্ভুক্ত |

আখিরাতের বিশ্বাস মানব মনে সত্যের প্রতি আনুগত্য এবং অসত্য পরিহার করার মনভাব জন্ম দেয় |


এখানে যেমন পুণ্যবানদের সুখ শান্তির শেষ নেই , তেমনি পাপিদের দুঃখের শেষ নেই ।

আখিরাতের উপর বিশ্বাস স্থাপন করা ফরজ আর যারা আখিরাতের উপর বিশ্বাস স্থাপন করেনি সকল নবীর  যুগেই তারা কাফির বলে গণ্য হয়েছে ।

আখিরাতে বিশ্বাস ইসলামের আকিদা সমূহের মধ্যে অন্যতম । আখিরাতের প্রতি মজবুত বিশ্বাস ছাড়া ঈমান বিশুদ্ধ হয়না 


কুরআন মাজিদে এ সম্পর্কে ইরশাদ হয়েছে  ঃ


 و بالاخرة هم يوقنون


অর্থ ঃ আর তারা পরকালের উপর নিশ্চিত বিশ্বাস  রাখে ।


আখিরাতের বিশ্বাস মানুষ কে সৎকর্মশীল করে তলে , কারন সে বিশ্বাস করে দুনিয়ার কাজ কর্মের জন্য তাকে আখিরাতে আল্লাহর কাছে জবাবদিহি করতে হবে । আর ভাল মন্দ কাজের জন্য তাকে শাস্তি ভোগ করতে হবে । যে ব্যক্তি আখিরাতে বিশ্বাস করেনা ,দুনিয়ার জীবনই যার কাছে গুরুত্বপূর্ণ , যার অন্তরে আল্লাহ তায়ালার ভয় নেই, সে যে কোন পাপ কাজে লিপ্ত হতে পারে । কাজেই আখিরাতের বিশ্বাস মানুষ কে পাপ কাজ ও মন্দ কাজ থেকে পবিত্র রাখে ।


Others islamic Post

১) কবর ও হাশর (প্রথম পাঠ)
২) কবর ও হাশর (পাঠ - ২)


Post a Comment

Human Verification

নবীনতর পূর্বতন