কবর
আখেরাতের দুইটি পর্যায় রয়েছে : (1) বারযাখ (2) কেয়ামত
বারযাখ অর্থ দুই বস্তুর মধ্যবর্তী পর্দা, ইহ জীবন ও কিয়ামতের মধ্যবর্তী যে জগৎ তাকে বারযাখ বলে।
মানুষের মৃত্যুর পর থেকে বারযাখের জীবন শুরু হয়।
এ প্রসঙ্গে আল্লাহ তাআলা ইরশাদ করেন :
. ومن ورائهم برزخ إلى يوم يبعون
অর্থ : তাদের সামনে বারযাখ থাকবে পুনরুত্থান দিবস পর্যন্ত (সুরা মুমিন - 100)
কবর (القبر) শব্দের অর্থ লোকচক্ষুর অন্তরালে করা বা হওয়া, দাফন করা, সমাহিত করা। যেহেতু মৃত ব্যক্তির উপর লোকচক্ষুর অন্তরালেই শান্তি বা শাস্তি প্রদান করা হয়ে থাকে। তজ্জন্য মৃত্যুর পর সে যে অবস্থায়ই থাকুক সেটাই তার কবর।
পার্থিব জীবন শেষে মানুষ মৃত্যুবরণ করার পর, পুনরুত্থান পর্যন্তই কবরের জীবন। সাগরের তলদেশে, আকাশ, বাতাসে, ক্ষতবিক্ষত, ভস্মীভূত, যে অবস্থায়ই থাকুক না কেন সেটাই মৃত ব্যক্তির কবর।
মৃত্যুর পর আল্লাহর তরফ থেকে তার কুদরতে, মৃত ব্যক্তিকে জীবিত করে। কবরে প্রেরিত মুনকার-নাকির নামক দুইজন সম্মানিত ফেরেশতা দারা তাকে তার কৃতকর্ম সম্পর্কে প্রশ্ন করা হবে।
কবরের প্রশ্ন সমূহ নিম্নরূপ :
1) তোমার রব কে?
মুমিন ব্যক্তি জবাব দেবে (ربي الله) অর্থ : আমার রব আল্লাহ
2) তোমার দিনটা জীবনব্যবস্থা কি ছিল?
মুমিন ব্যক্তি জবাব দেবে (و ما دينك ؟) অর্থ : আমার দিন বা জীবন ব্যবস্থা ছিল ইসলাম
3) ما كنت تقول في هذا الرجل لمحمد صلی الله عليه و سلم ؟
অর্থ : (হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দেখিয়ে বলবে) এই ব্যক্তি সম্পর্কে তোমাদের বক্তব্য কী ছিল?
মুমিন ব্যক্তির জবাব দেবে
(وأما المؤمن فيقول أشهد انه عبد الله ورسوله)
অর্থ : আমি সাক্ষ্য দিচ্ছি যে নিশ্চয়ই তিনি আল্লাহর প্রিয় বান্দা ও রাসূল
নেককার ব্যক্তি এর প্রত্যেকটি প্রশ্নের সঠিক জবাব দিতে সক্ষম হবে তখন তার জন্য জান্নাতের দরজা খুলে দেওয়া হবে তিনি জান্নাতি লেবাস-পোশাক পড়ে জান্নাতের বিছানায় আরাম করতে থাকবে। আর অপরদিকে বদ কার ব্যক্তির নিকট একই প্রশ্ন করা হবে কিন্তু সঠিক জবাব বা উত্তর দান করতে ব্যর্থ হবে।
তখন তাদের জন্য জাহান্নামের দরজা খুলে দেওয়া হবে। আগুনের পোশাক পরিধান করিয়া জাহান্নামের বিছানায় তাদেরকে থাকতে দেওয়া হবে।
আল্লাহ তাআলা এ প্রসঙ্গে ইরশাদ করেন :
النار يعرضون عليها غدوا وعشيا .
অর্থ সকাল-সন্ধ্যায় তাদেরকে আগুনের সামনে উপস্থিত করা হবে। আগুনের সামনে এভাবে তাদেরকে বিভিন্ন প্রকার শাস্তি প্রদান করা হবে, যেমন দুই দিক থেকে মাটিচাপা দিবে এক পাশের হার যাতে অন্যপাশে চলে যাবে আগুনে দগ্ধ করা হবে বিষাক্ত সাপ ও বিচ্ছুতে কবর পরিপূর্ণ থাকবে।
একটি মন্তব্য পোস্ট করুন
Human Verification