How to access block any websites 2021

How to access block any websites 2021


আমাদের দৈনন্দিন জীবনে block websites access এর প্রয়োজন হতে পারে, ঠিক তখন আমাদের ভিপিএন অথবা আইপির প্রয়োজন হতে পারে block websites access করার জন্য।

যারা জানেন না ভিপিএন এবং আইপি কি জিনিস তাদের জন্য ছোট্ট করে উদাহরণঃ


* ভিপিএন কী?

প্রাইভেট ভার্চুয়াল নেটওয়ার্ক। 

অর্থাৎ অনলাইন নেটওয়ার্ক, ভিপিএন এর কাজ হচ্ছে আমাদের মোবাইল বা কম্পিউটারের যে আইপি এড্ডেস টা সেটাকে চেন্জ করে অন্য আইপি তৈরি করা যেমন ধরেন আপনার বাসা বাংলাদেশে কিন্তু আপনি চাচ্ছেন আপনার আইপি টা যেন বাহিরের দেশের হয়।


*আইপি বা প্রক্সছি কী?


ইন্টারনেটে প্রটোকল এড্ডেস। সাধারণত আমরা যে ডিভাইস টা ব্যবহার করি যেমন মোবাইল বা কম্পিউটার হতে পারে প্রত্যেকটাই একটা আলাদা আলাদা আইপি এড্ডেস থাকে। ঠিক এই আইপি গুলো অনেক জায়গায় পাওয়া যায় বা এমন অনেক সাইট আছে যারা ভার্চুয়াল আইপি সেল করে থাকে। 


এখন আমরা কোনটা ব্যবহার করতে পারি block websites access করার জন্য?


আমরা ভিপিএন ও আইপি দুটাই ব্যবহার করতে পারি। 

অনলাইন দুই ধরনের জিনিস পাওয়া যায় একটা হচ্ছে পেইড আরেকটা ফ্রি। আপনি চাইলে ফ্রি-তেই block websites across করতে পারেন সেক্ষেত্রে আপনার ডাটা গুলো লিক হতে পারে। কিন্তু আমি পেইড ব্যবহার করলে একটু সেভ বা লিক হওয়ার সম্ভবনা কম থাকে। 

 

*ভিপিএন ব্যবহার 


আপনি যদি মোবাইল ব্যবহার কারি হয়ে থাকেন তাহলে গুগল প্লে সট্র রে যেতে হবে এবং ভিপিএন সার্চ করে ডাউনলোড দিতে হবে। 

সেরা কয়েকটি ভিপিএন এর নামঃ

সুপার ভিপিএন, নেট ক্যাপসল,  টুরবো ইত্যাদি। 


আপনি যদি কম্পিউটার ব্যবহার কারি হয়ে থাকেন তাহলে আপনি গুগলে সার্চ করতে পারেন ভিপিএন ফর পিসি তারপর যেগুলো ভিপিএন টপ পেজে আছে সে গুলো ডাউনলোড করে ইন্সটল করতে পারেন। কিন্তু সেক্ষেত্রে আপনার পুরো কম্পিউটারের আইপি চেঞ্জ হয়ে যাবে যদি এমন না চান তাহলে আপনার কম্পিউটারের গুগল ক্রেম বাউজারের এক্সটেনশন গিয়ে ভিপিএন এড করতে পারেন সেরা কয়েকটি বাউজার এক্সটেনশন উ ভিপিএন, উইনডাসক্রাইব, সেভ মি ইত্যাদি। এক্সটেনশন এড করলে শুধু আপনার বাউজারের আইপি এড্রেস টাই চেঞ্জ হবে এবং তখন আপনি অনাসে block websites access করতে পারবেন।


আইপি বা পক্সিছি ব্যবহার 


আপনি যদি মোবাইল ব্যবহার কারি হয়ে থাকেন তাহলে আপনার প্রথমে চলে যেতে হবে সেটিংসে তারপর খুজে বের করুন মোবাইল নেটওয়ার্ক, তারপর সিলেক্ট করুন সিম ওয়ান অথবা টু,  তারপর কিলিক করতে হবে এপিন অর্থাৎ access point name এরপর 

Name এর জাইগায় যেকোনো নাম দিতে পারেন। 

APN এর জায়গায় ইন্টারনেট লিখতে হবে। 

Port এর জায়গায় যেখান থেকে আইপি কিনবেন ওখানে যে পোর্ট দেয়া থাকবে সেটাই দিতে হবে। তারপর Proxy, Username, Password এগুলা আইপি কেনার পরই পেয়ে যাবেন শুধু যেটা যেখানে বসাতে হবে ওখানে বসালেই হবে তারপর সেভ দিয়ে ডাটা অন করলে আপনার আইপি টি চেন্জ হয়ে যাবে এবং আপনার কাংখিত block website access করতে সক্ষম হবেন।


যারা কম্পিউটার ব্যবহার কারি তারা ফাইয়ার ফক্স মজিলা বাউজার ব্যবহার করতে পারেন। 

তারপর আপনার যে কাংখিত আইপি এড্রেস টা আছে সেটা আগেই নোট করে রাখুন Proxy, port,  username, password, 

তারপর বাউজারটি ওপেন করুন থ্রি ডট আইকোন এ কিলিক করুন, তারপর অপশন নাম ওটাতে কিলিক করুন, এর পর একদম নিচে নেটওয়ার্ক সেটিংস ওখানে কিলিক করুন, তারপর মেনুয়ালি লেখা আছে সেটা কিলিক করুন, এবং আপনার নোট করা যে আইপি আর পোর্ট আছে সেই গুলা দিয়ে ওকে তে কিলিক করুন, এর পর বাউজার টি কেটে দিন, তারপর আবার ওপেন করলে Username আর Password দিয়ে ইন্টার করুন দেখবেন কানেক্ট হয়ে গেছে। 

তিনটি সেরা আইপির নামঃ নাইন ডাবল ওয়ান, ডিসবোসক্স, লেভেল থ্রি।

এগুলো সব গুলাই পেইড আপনাকে টাকা দিয়ে কিনে ব্যবহার করতে হবে। 

ওপরের সব গুলো পদ্ধতিই আপনাকে সাহায্য করবে Block Website Access করার জন্য। 

তবে একটি কথা সব ওয়েব সাইট যে একই আইপি দারা খুলে যাবে এমন টা না কিছু ওয়েব সাইট শুধু তাদের দেশের মানুষই ভিজিট করতে পারবে যেমন Google voice এটা যদি আপনি ইটালির আইপি ধরে প্রবেশ করেন তাহলে ডুকবে না শুধু US এর আইপি ধরেই ডুকবে তাই আমাদের সেদিকে খেয়াল রাখতে হবে আমরা যদি এমন কোন ওয়েব সাইটে প্রবেশ করার প্রয়োজন পরে সেক্ষেত্রে আমরা আগে সব গুলো আইপি ধরে ধরে চেষ্টা করবো তাহলে আমরা অনাসে যেকোন Block Website Access করতে পারবো।

Post a Comment

Human Verification

নবীনতর পূর্বতন