Bangla Love Story By Heron And Kona History
পার্ট ১: Bangla Love Story By Heron And Kona History
পার্ট ২: Bangla Love Story By Heron And Kona History
পার্ট ৩: Bangla Love Story By Heron And Kona History
পার্ট 8: Bangla Love Story By Heron And Kona History
পার্ট ৫: Bangla Love Story By Heron And Kona History
গত পর্বে হিরন আর কনার অনেক মধুর কথা বার্তা হয় তারপর হিরন আর কনা অনেক মজা করে, তার পরের দিন হিরন কনার আপুর বাসাই যায় তার ওর যা হয়।
কনাঃ হিরন তুমি আসতে এতো লেট করলা কেন।
হিরনঃ আরে বইলো না অনেক কাজ
কনাঃ কি এমন কাজ তোমার এতো লেট হল বল কি কাজ করলা।
হিরনঃ আরে বললাম তো কাজ করলাম তারপর ও এত কথা শুনাবা হুম।
কনাঃ আরে না খুব টেনশন হচ্ছিল তাই বললাম
হিরনঃ ওকে বা বা ওকে
কনাঃ আচ্ছা খাইছো দুপুরে?
হিরনঃ না তোমার সাথে খাব বলে খাই নাই।
কনাঃ ওমা তাই নাকি।
হিরনঃ হুম বাবু
কনাঃ আচ্ছা আপু কে বলি দারাও।
হিরনঃ ঠিক আছে।
তারপর আপু হিরন আর কনা কে খেতে দিল এবং হিরন কিছুটা খেয়ে বললো আমি হাত দিয়ে খেতে পারছিনা তুমি আমায় খাওয়ায় দাও। পরে কনা হিরন কে খুব যত্ন সহকারে খাওয়ায় দিল আর অনেক মজা করলো যেটা ঐ মুহুর্ত টা তারা কোন দিন ভুলবে না, আর আপু দেখে বললো বাব্বা এতো ভালোবাসা তোরা কই রাখিস হিরন উত্তর দিল কেন তোমার বোন এর কাছে তখন কনা কে বললো কি রে তলে তলে এতো বিয়ে করছিস কবে?
কনাঃ এইতো আপু যেদিন তুমি বিয়ে দিয়ে দিবা সেদিন।
আপুঃ ঠিক আছে আগে তো বড় হ।
এইবলে আপু চলে গেল তারপর হিরন আর কনা আপুদের ছাদে চলে গেল আর তাদের প্রেম গল্প শুরু করলো তাদের কথার সাথে আমাদের জীবনে প্রায় মিলে যায়।
হিরনঃ আচ্ছা কনা তুমি আমায় কত ভালোবাস?
কনাঃ অনেক ভালোবাসি
হিরনহ কই মনে হয় না তো অনেক ভালোবাস।
কনাঃ তাই আচ্ছা বল কি করতে হবে।
হিরনঃ হুম কি করবা কি করবা আচ্ছা আবার এক দিন এই সব করি কি বল।
কনাঃ না আর ও গুলা করতাম না।
হিরনঃ কেন করলে কি এমন হবে?
কনাঃ আছে অনেক সমস্যা তুমি বুঝবা না
হিরনঃ বল নইলে আমি বাসায় চলে যাব।
কনাঃ আরে তুমি যান না মেয়েদের একটা সমস্যা হয় তখন এগুলা করতে হয় না।
হিরনঃ ও বঝেছি তো আগে বলবা না।
কনাঃ হুম খুব খারাপ লাগে পেট খুব ব্যথা করে।
হিরনঃ আচ্ছা এগুলা সারবে কবে।
কনাঃ ৭ দিন পর।
হিরনঃ ওকে তাহলে ৭ দিন পরি করলাম কেমন।
কনাঃ তুমি আমায় এগুলা করার জন্য ভালোবাসো।
হিরনঃ তোমার তাই মনে হয়।
কনাঃ আগে মনে হত না এখন মনে হচ্ছে।
হিরনঃ ওকে আমার সাথে প্রেম করা লাগবে না কেমন।
কনাঃ এটা করতে দিব না বলে তুমি এমন করবা। এটা করে কি এমন লাভ পাবা।
হিরনঃ কোন লাভ না এটা তোমার পরিক্ষা যে তুমি আমায় ভালোবাসো কি না।
কনাঃ ভালোবাসা এগুলা দিয়ে প্রমান করে বাহ্ আগে জানতাম না।
হিরনঃ এখন তো জানলা কি তুমি প্রমান দিতে চাও কি না?
কনাঃ তুমি এমন করছো কেন জান?
হিরনঃ এই রাখ তোর জান তান তুই প্রমান দিবি কি না বল?
কনাঃ পিলিজ এমন কর না আমার ভালো লাগে না এমন করলে।
হিরনঃ আমি এমনি করবো যত দিন তুই রাজি না হবি।
কনাঃ পিলিজ পিলিজ।
হিরনঃ ওই তুই বলেই আমি করতাম নাকি কিন্তু তুই রাজি হতেই পারলি না, এই তোর ভালোবাসা তুই আজকের পর থেকে আমার সাথে যোগাযোগ করবি না করলে তোর খবর আছে৷
কনাঃ তুমি এমন করতে পারবা।
হিরনঃ হুম পারবো তোর মত কাউকে আমার দরকার নেই।
এই বলে হিরন বাসাই চলে গেল তারপর কনা হিরন কে বার ফোন করলো কিন্তু হিরন রিসিভ করলো না এমন ভাবে অনেক দিন চলতে থাকলো প্রায় ৭ দিন কনা তো কেদে জীবন শেষ করে ফেলল অনেক যোগাযোগের চেষ্টা করলো কিন্তু কনো লাভ হলো না ঠিক ৯ দিন এর মাথায় হিরন কনার ফোন ধরলো আর তাদের তখন খুব ভালো ভাবে মিল হয়ে গেল, তাদের যেভাবে মিল হল তা জানতে ৭ নাম্বার পর্বের অপেক্ষা করুন খোদা হাফেজ।
একটি মন্তব্য পোস্ট করুন
Human Verification